০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

পরিবারের একজনের সরকারি চাকরির নিশ্চয়তা

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৮:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
  • 427

 

সিকিমের টানা ৫ বারের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। ছবি: সংগৃহীতঅপরাধ ডেস্কঃ- সিকিমের টানা ৫ বারের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। ছবি: সংগৃহীতভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে পরিবারপ্রতি একজন করে চাকরি পাবেন। আঞ্চলিক দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) শাসিত রাজ্যর মুখ্যমন্ত্রী পবন চামলিং জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকেই শুরু হবে ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রকল্প।

চীন সীমান্তবর্তী ভারতের ছোট্ট রাজ্য সিকিম। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অন্যান্য বড় রাজ্যকে আর্থিক বিকাশের প্রশ্নে পেছনে ফেলে দিয়েছে হিমালয়ান রাজ্যটি। ইতিমধ্যেই ভারতের একমাত্র অর্গানিক রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সিকিম। রাষ্ট্রসংঘও পরিবেশের ভারসাম্য রক্ষায় সিকিমের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে।

এবার ঘরে ঘরে চাকরি প্রকল্পের মাধ্যমে ২ জানুয়ারি প্রথম দফায় ১৭ হাজার যুবককে চাকরি দিচ্ছে সিকিম সরকার। ১৪ নভেম্বর সিকিম সরকার রাজ্যবাসীর আর্থিক রোজগারের নিশ্চয়তার কথা ঘোষণা করেছে।আজ বুধবার দলের কর্মকর্তাদের সম্মেলনে পবন চামলিং জানান, সবার চাকরি নিশ্চিত করতে বদ্ধপরিকর তাঁর সরকার। সামনেই বিধানসভার নির্বাচন। তার আগেই প্রকল্পটি চালু করছেন তিনি।

টানা পাঁচবার মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড তাঁর দখলে। বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারে বিজেপির জোট সরকারের শরিক এসডিএফ।

কিন্তু চামলিং দলীয় সভায় ‘অসাম্প্রদায়িক’ রাজনীতির সমর্থনে বক্তব্য রাখেন। তাঁর সাফকথা, ‘উন্নয়নের প্রশ্নেই মানুষ ভোট দেবেন। আবার জিতবে আমাদের দল (এসডিএফ)।’

আরও এক ধাপ এগিয়ে তাঁর দলের লোকসভা সদস্য পিডি রাই বলেন, ‘নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় এখন ভাটা চলছে।’ সেই সঙ্গে তাঁর দাবি, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের মহাজোট ভারতীয় রাজনীতিতে দ্রুত বড় ভূমিকা নিতে চলেছে।

একই সঙ্গে এসডিএফ নেতারা বলছেন, সিকিমে তাঁরা একাই লড়বেন ভোটে। জয়ের বিষয়ে আশাবাদী রাই।

Tag :

এডিসির পর সানজিদার বদলির খবরটি গুজব

পরিবারের একজনের সরকারি চাকরির নিশ্চয়তা

প্রকাশের সময় : ০৮:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮

 

সিকিমের টানা ৫ বারের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। ছবি: সংগৃহীতঅপরাধ ডেস্কঃ- সিকিমের টানা ৫ বারের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। ছবি: সংগৃহীতভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে পরিবারপ্রতি একজন করে চাকরি পাবেন। আঞ্চলিক দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) শাসিত রাজ্যর মুখ্যমন্ত্রী পবন চামলিং জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকেই শুরু হবে ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রকল্প।

চীন সীমান্তবর্তী ভারতের ছোট্ট রাজ্য সিকিম। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অন্যান্য বড় রাজ্যকে আর্থিক বিকাশের প্রশ্নে পেছনে ফেলে দিয়েছে হিমালয়ান রাজ্যটি। ইতিমধ্যেই ভারতের একমাত্র অর্গানিক রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সিকিম। রাষ্ট্রসংঘও পরিবেশের ভারসাম্য রক্ষায় সিকিমের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে।

এবার ঘরে ঘরে চাকরি প্রকল্পের মাধ্যমে ২ জানুয়ারি প্রথম দফায় ১৭ হাজার যুবককে চাকরি দিচ্ছে সিকিম সরকার। ১৪ নভেম্বর সিকিম সরকার রাজ্যবাসীর আর্থিক রোজগারের নিশ্চয়তার কথা ঘোষণা করেছে।আজ বুধবার দলের কর্মকর্তাদের সম্মেলনে পবন চামলিং জানান, সবার চাকরি নিশ্চিত করতে বদ্ধপরিকর তাঁর সরকার। সামনেই বিধানসভার নির্বাচন। তার আগেই প্রকল্পটি চালু করছেন তিনি।

টানা পাঁচবার মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড তাঁর দখলে। বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারে বিজেপির জোট সরকারের শরিক এসডিএফ।

কিন্তু চামলিং দলীয় সভায় ‘অসাম্প্রদায়িক’ রাজনীতির সমর্থনে বক্তব্য রাখেন। তাঁর সাফকথা, ‘উন্নয়নের প্রশ্নেই মানুষ ভোট দেবেন। আবার জিতবে আমাদের দল (এসডিএফ)।’

আরও এক ধাপ এগিয়ে তাঁর দলের লোকসভা সদস্য পিডি রাই বলেন, ‘নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় এখন ভাটা চলছে।’ সেই সঙ্গে তাঁর দাবি, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের মহাজোট ভারতীয় রাজনীতিতে দ্রুত বড় ভূমিকা নিতে চলেছে।

একই সঙ্গে এসডিএফ নেতারা বলছেন, সিকিমে তাঁরা একাই লড়বেন ভোটে। জয়ের বিষয়ে আশাবাদী রাই।