
লবণের দাম বৃদ্ধি পাচ্ছে এমন গুজবে সারাদেশের হাট বাজারের লবণের সংকট তৈরী করছে একটি চক্র। এতে করে সারাদেশে প্রতিটি মুূদি দোকানে ক্রেতারা লবণ কেনার জন্য ভিড় করছে আর তাতেই বাড়তি দামে লবণ বিক্রি করছে দোকান মালিকরা। যেহেতু এটা গুজব তাই সরকারের নির্দেশ মেতাবেক চলছে অভিযান তার ভিত্তিতে নড়াইলের রূপগন্জ বাজার মুচিপোল থেকে নড়াইলে সুযোগ্য পুলিশ সুপার মহাদয় ও ডিসি মহাদয়ের সহযোগিতায় লবণ সিন্ডিকেটের এক চক্রকে বিপুল পরিমান লবণ সহ আটক করে। পুলিশ সুপার মহাদয় ও ডিসি স্যার সবাইকে আসস্ত করেন যে এটা একটি গুজব মাএ। আপনারা কেউ গুজবে কান দিবেন না।