০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় প্রেমে প্রতারণার বলি হিরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০২:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • 417

নড়াইলের কালিয়ায় প্রেমে প্রতারিত হয়ে হিরা খানম (১৭) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিক পুলিশ কন্সটেবল মোঃ তুরান আলীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা প্রদানের অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার নড়াগাতি থানায় এ মামলা দায়ের করে নিহতের পিতা মোঃ ফরিদ শেখ। হিরা নড়াগাতি থানার লোহারগাতি গ্রামের ফরিদ শেখের মেয়ে। সে কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শেনীতে পড়ত। প্রেমে প্রতারিত হয়েই গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে হিরা আত্মহত্যা করেছে বলে জানা গেছে মৃত্যুর আগে ঐ স্কুল ছাত্রীর লেখা চিরকুটে।
জানা যায়, হিরা খানম তার পাশের গ্রাম আইজপাড়ার মৃত রায়জল হক শেখের ছেলে মোঃ তুরান আলী (২০) এর সাথে দীর্ঘ ২ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে তুরান পুলিশে চাকরী পায়। চাকরী পাবার পর থেকে হিরার পরিবারের লোক তুরানের সাথে সম্পর্ক মেনে নিয়ে তাদের বিয়ে দিতে রাজি হয়। কিন্তু চাকরী পাবার পর থেকে তুরান হিরার সঙ্গে বিভিন্ন ভাবে প্রতারনা করতে থাকে। বিয়ে ও প্রেম বিষয়ক নানাবিধ প্রতারনা করার পর ঐ স্কুল ছাত্রী তার প্রেমিক তুরানের মা হোসনেয়ারা বেগমের কাছে প্রতিকার চাই। কিন্তু তার মা ছেলের প্রতারণার বিষয়টি আমলে না নিয়ে ঐ স্কুলছাত্রী হিরাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং নানাবিধ ভৎসনা করে। এর পরেই সে ঘরে এসে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর আগে ঐ স্কুল ছাত্রী একটি চিরকুটে লিখে যায় তার মৃত্যুর জন্য তার প্রেমিক তুরান শেখ দায়ী এবং তাকে যেন ক্ষমা করা না হয়।
নিহত হিরা খানমের চাচা মোঃ আবুল হাচান বলেন, হিরার সঙ্গে তুরানের প্রেমের সম্পর্ক আমরা মেনে নিয়ে তাদের বিয়ে দেবার জন্য মনোস্থির করেছিলাম কিন্তু হিরার প্রেমিক তুরান কিছুদিন আগে তাদের পরিবারের কাউকে কিছু না বলে গোপনে বিয়ে করে এবং হিরাকে অস্বিকার করে। এ অপমান সইতে না পেরে হিরা আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বলেন, স্কুলছাত্রী হিরার আত্মহত্যার ঘটনায় তার পিতার অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা প্রদানের অপরাধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আটকের চেষ্টা চলছে।

Tag :

মৌলভীবাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ! প্রশাসনের নিরব ভূমিকা

নড়াইলের কালিয়ায় প্রেমে প্রতারণার বলি হিরা

প্রকাশের সময় : ০২:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯

নড়াইলের কালিয়ায় প্রেমে প্রতারিত হয়ে হিরা খানম (১৭) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিক পুলিশ কন্সটেবল মোঃ তুরান আলীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা প্রদানের অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার নড়াগাতি থানায় এ মামলা দায়ের করে নিহতের পিতা মোঃ ফরিদ শেখ। হিরা নড়াগাতি থানার লোহারগাতি গ্রামের ফরিদ শেখের মেয়ে। সে কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শেনীতে পড়ত। প্রেমে প্রতারিত হয়েই গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে হিরা আত্মহত্যা করেছে বলে জানা গেছে মৃত্যুর আগে ঐ স্কুল ছাত্রীর লেখা চিরকুটে।
জানা যায়, হিরা খানম তার পাশের গ্রাম আইজপাড়ার মৃত রায়জল হক শেখের ছেলে মোঃ তুরান আলী (২০) এর সাথে দীর্ঘ ২ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে তুরান পুলিশে চাকরী পায়। চাকরী পাবার পর থেকে হিরার পরিবারের লোক তুরানের সাথে সম্পর্ক মেনে নিয়ে তাদের বিয়ে দিতে রাজি হয়। কিন্তু চাকরী পাবার পর থেকে তুরান হিরার সঙ্গে বিভিন্ন ভাবে প্রতারনা করতে থাকে। বিয়ে ও প্রেম বিষয়ক নানাবিধ প্রতারনা করার পর ঐ স্কুল ছাত্রী তার প্রেমিক তুরানের মা হোসনেয়ারা বেগমের কাছে প্রতিকার চাই। কিন্তু তার মা ছেলের প্রতারণার বিষয়টি আমলে না নিয়ে ঐ স্কুলছাত্রী হিরাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং নানাবিধ ভৎসনা করে। এর পরেই সে ঘরে এসে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর আগে ঐ স্কুল ছাত্রী একটি চিরকুটে লিখে যায় তার মৃত্যুর জন্য তার প্রেমিক তুরান শেখ দায়ী এবং তাকে যেন ক্ষমা করা না হয়।
নিহত হিরা খানমের চাচা মোঃ আবুল হাচান বলেন, হিরার সঙ্গে তুরানের প্রেমের সম্পর্ক আমরা মেনে নিয়ে তাদের বিয়ে দেবার জন্য মনোস্থির করেছিলাম কিন্তু হিরার প্রেমিক তুরান কিছুদিন আগে তাদের পরিবারের কাউকে কিছু না বলে গোপনে বিয়ে করে এবং হিরাকে অস্বিকার করে। এ অপমান সইতে না পেরে হিরা আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বলেন, স্কুলছাত্রী হিরার আত্মহত্যার ঘটনায় তার পিতার অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা প্রদানের অপরাধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আটকের চেষ্টা চলছে।