০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

নতুন বাজার নূরানী মাদ্রাসা ও দক্ষিণ মারিশ্যাচর এলাকা বাসীর উদ্যোগে ৪র্থ তম মাহফিল সম্পূর্ন

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৮:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • 256
লংগদু উপজেলা বগাচত্বর ইউপি ৭নং নতুন বাজার হযরত আলী বিন আবী তালেব (রাঃ) নূরানী মাদ্রাসা ও অত্র এলাকার জনগনের উদ্যোগে ৪র্থ তম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
২২শে ডিসেম্বর রবি বার বাদে আছর হতে নতুন বাজার মাঠ প্রাঙ্গনে উক্ত মাহফিলের কার্য্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি হাফেজ ফয়জুর রহমান ছাদেকী সাহেব। পরিচালক মারকাযু ফাইযিল উলুম বাংলাদেশ,সাভার ঢাকা।
প্রধান বক্তা মাওলানা ক্বারী এরশাদুল আলম মাসুদ সাহেব। দেশ বরেণ্য তরুন ওয়ায়েজ,হাটহাজারী,চট্টগ্রাম।
সম্মানিত মেহমান জনাব আব্দুল বারেক সরকার, চেয়ারম্যান লংগদু উপজেলা পরিষদ। সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ লংগদু উপজেলা শাখা। তিনি বিশেষ কারন বশত উপস্থিত হতে পারেনি।
বিশেষ অতিথি জনাব আব্দুর রশিদ চেয়ারম্যান  ৪নং বগাচত্বর। জনাব আলী আহম্মদ মেম্বার ৭নং ওয়ার্ড।
বিশেষ বক্তা বৃন্দ মাওলানা আবু রায়হান,নানুপুর। মাওলানা কবির আহম্মদ সাহেব নতুন বাজার জামে মসজিদ খতিব। হাফেজ আব্দুল্লাহ সাহেব সিরাজ শিবির মসজিদ খতিব।
মাহফিলে সভাপতিত্ব করেন জনাব সিরাজুল ইসলাম সাহেব প্রাক্তন মেম্বার ৭নং ওয়ার্ড।
মাহফিলে বক্তারা মদ,জুয়া,শুধ, ও সকল মুসলিমদের কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার লক্ষে কোরআন হাদীসের আলোকে আলোচনা রাখেন।তারা বলেন কোরআন হাদীসের পথে চল্লে অন্যায় অপরাধের পথ থেকে সরে আসা সম্ভব। এবং এতে করে ইহকাল পরকাল সুন্দর হবে।
Tag :

মৌলভীবাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ! প্রশাসনের নিরব ভূমিকা

নতুন বাজার নূরানী মাদ্রাসা ও দক্ষিণ মারিশ্যাচর এলাকা বাসীর উদ্যোগে ৪র্থ তম মাহফিল সম্পূর্ন

প্রকাশের সময় : ০৮:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
লংগদু উপজেলা বগাচত্বর ইউপি ৭নং নতুন বাজার হযরত আলী বিন আবী তালেব (রাঃ) নূরানী মাদ্রাসা ও অত্র এলাকার জনগনের উদ্যোগে ৪র্থ তম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
২২শে ডিসেম্বর রবি বার বাদে আছর হতে নতুন বাজার মাঠ প্রাঙ্গনে উক্ত মাহফিলের কার্য্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি হাফেজ ফয়জুর রহমান ছাদেকী সাহেব। পরিচালক মারকাযু ফাইযিল উলুম বাংলাদেশ,সাভার ঢাকা।
প্রধান বক্তা মাওলানা ক্বারী এরশাদুল আলম মাসুদ সাহেব। দেশ বরেণ্য তরুন ওয়ায়েজ,হাটহাজারী,চট্টগ্রাম।
সম্মানিত মেহমান জনাব আব্দুল বারেক সরকার, চেয়ারম্যান লংগদু উপজেলা পরিষদ। সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ লংগদু উপজেলা শাখা। তিনি বিশেষ কারন বশত উপস্থিত হতে পারেনি।
বিশেষ অতিথি জনাব আব্দুর রশিদ চেয়ারম্যান  ৪নং বগাচত্বর। জনাব আলী আহম্মদ মেম্বার ৭নং ওয়ার্ড।
বিশেষ বক্তা বৃন্দ মাওলানা আবু রায়হান,নানুপুর। মাওলানা কবির আহম্মদ সাহেব নতুন বাজার জামে মসজিদ খতিব। হাফেজ আব্দুল্লাহ সাহেব সিরাজ শিবির মসজিদ খতিব।
মাহফিলে সভাপতিত্ব করেন জনাব সিরাজুল ইসলাম সাহেব প্রাক্তন মেম্বার ৭নং ওয়ার্ড।
মাহফিলে বক্তারা মদ,জুয়া,শুধ, ও সকল মুসলিমদের কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার লক্ষে কোরআন হাদীসের আলোকে আলোচনা রাখেন।তারা বলেন কোরআন হাদীসের পথে চল্লে অন্যায় অপরাধের পথ থেকে সরে আসা সম্ভব। এবং এতে করে ইহকাল পরকাল সুন্দর হবে।