

কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় শোক দিবসে প্রেসক্লাবের কোন কর্মসূচি না থাকায়, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদসদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ ক্ষোভ প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে বলেন আজ জাতীর শোক দিবস, বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী এই দিন যদি প্রেসক্লাবে কোন কার্যকর্ম না থাকায় এটা খুব দুঃখজনক।এদিকে এলাকাবাসী ও সচেতন মহল জানান, দির্ঘদিন যাবত কোন নির্বচন নাই আহ্বায়ক কমিটি দিয়ে চলছে এই প্রেসক্লাব। দৌলতপুর উপজেলার যে সকল সাংবাদিক প্রানের ঝুকি নিয়ে কাজ করছে তাদের অজ্ঞাত কারণে কোন যায়গা নেই প্রেসক্লাবে।