
আগামী মার্চ মাসে দেশে প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারীতে নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করবেন বলে কমিশন সূত্রে জানা গেছে।
কয়েকটি ধাপে এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আবারো গরম হচ্ছে মাঠ।
নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দৌলতপুর উপজেলার সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়-ঝাঁপ শুরু হয়েগেছে।
নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কমপক্ষে ৬ জন প্রার্থীর নাম শোনা গেলেও প্রধান বিরোধী দল বিএনপির কোন আলাপ-আলোচনা চোখে পড়ছেনা।