
দৌলতপুর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দৌলতপুর উপজেলা শাখার কৃষকলীগ, এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা ও “অবিরাম লালন একাডেমি শিণ্ড আশ্রম” ওস্তাদ ফরিদুল ইসলাম এর সহধর্মিনী সোনালী খাতুন (আলেয়া) দৌলতপুর উপজেলার ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে তাদের সাথে কথা বলে দোয়া চান এবং তাদের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার দেন সোনালী খাতুন (আলেয়া)। তিনি বলেন, আমি নির্বাচিত হলে মহিলাদের সামাজিক ও মানসিক উন্নয়ন ও বিকাশে কাজ করব ও আধুনিক পরিচ্ছন্ন, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই সোনালী খাতুন (আলেয়া)।