
শরীয়তপুরের ডামুড্যায় পিঁয়াজের দাম ক্রেতা ও খুচরা বিক্রেতাদের হাতের নাগালের বাহিরে।যার পরিপ্রেক্ষিতে
খুচরা বিক্রেতারা পিঁয়াজ ক্রয় বন্ধ করে দিয়েছ। কিছু কিছু পাইকারী বিক্রেতাদের কাছে পিঁয়াজ থাকলেও যার
দাম ক্রেতাদের ধরা ছোয়ার বাহিরে।
সরজমিনে দেখা যায় ডামুড্যার বিভিন্ন বাজারে তেমন কোন পিঁয়াজ নেই। এতে বাধ্য হয়ে ক্রেতারা পাইকারী
বিক্রেতাদের থেকে অধিক মূল্যে পিঁয়াজ ক্রয় করতে হচ্ছে।
খুচরা বিক্রেতা মোঃ বাবুল জানান, এত বেশি দামে পিঁয়াজ ক্রয় করে , আমরা তেমন লাভবান হতে পারি না
এমনকি অধিক দামের কারণে ক্রেতারা তেমন পিঁয়াজ ক্রয় করে না । এতে অনেক পিঁয়াজ পচে যায়। যার কারণে
আমরা পিঁয়াজ ক্রয় আপাতত বন্ধ রেখেছি। দাম কমলে আবার ক্রয় করব।
ক্রেতাদের মধ্য থেকে মোহাম্মদ আলী সরদার জানান যে লবণের দাম নিয়ে গুজব ছড়িয়েছে। কিন্তু এখন লবণের
দাম আগে মতই আছে। কিন্তু পিঁয়াজের বাজার এখনো মন্দাভাব বিরাজ করছে কেন?
এছাড়াও মোঃ আরিফ হোসেন খান বলেন গতকাল আমি ২২০ টাকা দিয়ে এক কেজি পিঁয়াজ ক্রয় করেছি।
সবমিলিয়ে ক্রেতাদের মধ্যে এখন হতাশা বিরাজ করছে।