
আগামী ১৮ ই নভেম্বর ২০১৯ ইংরেজী তারিখে নড়াইলের শালনগর মডার্ন একাডেমীর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচকে কেন্দ্র করে চলছে প্রাথীদের শেষ মুহূর্তের প্রচারণা। চলছ এলাকাবাসীর মধ্যে একটা টান টান উত্তেজনা। আওয়ামীলীগ সমর্থীত প্যানেল দিয়েছেন শালনগর ইউনিয়নের বর্তমান আওয়ামীলীগ থেকে বিজয়ী চেয়ারম্যান জনাব খান তসরুল ইসলম। তার প্যানেলে সদস্য হিসাবে প্রার্থী রয়েছেন মোঃ মুক্তার শেখ, মোঃ রফিক, মোঃ পিকুল শেখ, মোঃ মহিদ এবং মহিলা সদস্য মোসাঃ সাজেদা পারভীন। বিএনপি থেকে প্যানেল দিয়েছেন সাবেক সাবেক চেয়ারম্যান কাজী সুলতানুজ্জামান সেলিম। তার প্যানেলে প্রার্থী হয়েছন সৈয়দ হাসমত আলী, মোঃ শাহজাহান ও মোঃ হিমায়েত। এছাড়াও রয়েছেন একজন মহিলা সত্বন্ত্র প্রার্থী মোসাঃ খালেদা বেগম। সকল প্রার্থীই জয়ী হওয়ার জন্য ভোটারদের দারে দারে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।