
লংগদু উপজেলার ৫নং ভাসান্যদম চাইল্যাতলী যুব সমাজ ও অত্র এলাকার সকলের সার্বিক সহায়তা ২১ ডিসেম্বর শনিবার বাদে আছর চাইল্যাতলী নূরানী তালীমুল কোরআন মাদ্রসার মাঠ প্রাঙ্গনে একটি কোরআনের মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান বক্তা উপস্থিত ছিলেন বাংলার ২য় আমির হামজা হাফেজ মাওঃ মুস্তাকিম বিল্লাহ, রাজশাহী। ইসলামিক আলোচক বাংলাভিশন ও এশিয়ান টেলিভিশন,প্রচার সম্পাদক,জাতীয় মুফাসসির পরিষদ,রাজশাহী।
বিশেষ বক্তা মাওলানা নুরুল ইসলাম মমিনপুরী খতিব খাগড়াছড়ি জামে মসজিদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত আলী চেয়ারম্যান ভাসান্যদম ইউনিয়ন পরিষদ।সভাপতিত্ব করেন মাওঃ সাইদ আহমদ খতিব চাইল্যাতলী জামে মসজিদ।
মাহফিল সঞ্চালনায় মাওলানা আলা উদ্দিন সুপার উক্ত মাদ্রাসা।
বক্তারা বলেন আজ মুসলিমদের মাঝে যে ভাবে পৃথক হওয়া শুরু হয়েছে তা বন্ধ করে সকলকে ঐক্য বদ্ধ হতে হবে। তারা বলেন আমাদের এই পৃথক হওয়ার দুর্বলতাকে কেন্দ্র করে অমুসলিমরা আজ মুসলমাসদের নানা ভাবে ক্ষতি করে যাচ্ছে। আল্লাহ তাঁর রাসুল (সঃ) কে কটুক্তি করছে। আমাদেরকে অবশ্যই রুখে দাড়াতে হবে।কোরআনের পথে চলতে হবে হাদীস মেনে জীবন অতিবাহিত করতে হবে।