০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

চলেগেলেন বগাচত্বরের নাছির স্যার, জনসাধারণের শোক প্রকাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০২:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • 339
রাঙ্গামাটি লংগদু উপজেলাধীন বগাচত্বর উগলছড়ি মহাজন পাড়া উচ্চবিদ্যালয়ের সাবেক ইংরেজী শিক্ষক, বতর্মানে মহাজন পাড়া নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন(৩৮) শনিবার ২৯ ফেব্রুয়ারি ২০২০ইং সকাল ১১ টার সময় হার্ডএটাক করে মারা যান (ইন্নালিল্লাহি ওইন্নাইলাহির রাজিউন)।
তাঁন মৃত্যুতে বগাচত্বর ইউপিতে যেনো শোকের হাওয়া বয়ে চলছে। আকাশ বাতাশ নিরবতা পালন করছে মনে হচ্ছে। তিনি একজন ন্যায় নীতিবান সৎ আদর্শবান ব্যাক্তি ছিলেন। অত্র এলাকতে তাঁন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা আজ সকলে শোকে কাতর। হঠাৎ স্যারের মৃত্যু যেনো স্বপ্নের মত মেনে নিতে কষ্ঠ হচ্ছে সকলের।
স্যার বৈরাগী বাজার বগাচত্বর ইউপির স্থানীয় ব্যাক্তি ছিলেন। জানা যায় তাঁন একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে যারা এখনো কর্মমূখী হতে পারেনি কিশোর কিশোরী।
অনেকেই ফেসবুক,মেসেন্জার সহ নানা রকম ভাবে নিজেদের আবেগময় পোস্ট দিচ্ছেন।
বলছেন স্যারের আদেশ উপদেশের কথা,হয়তো রাস্তা ঘাঠে দেখা হলে স্যারের কন্ঠে আর কেউ ডাক শুনতে পারবেনা। হয়তো কেউ বলবেনা এভাবে চলোনা,  ভিবিন্ন রকম পোস্ট গুলো যেনো সকলকে কাদিঁয়ে যাচ্ছে।
তাঁন মৃত্যুর খবর শুনে সাথে সাথেই স্যারের বাড়িতে জমাট হতে থাকে ভিবিন্ন পেশার মানুষ। স্থানীয় নেতা কর্মীগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী সহ সাধারন মানুষ তাঁন মৃত্যুতে শোক প্রকাশ করেন।
Tag :

মৌলভীবাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ! প্রশাসনের নিরব ভূমিকা

চলেগেলেন বগাচত্বরের নাছির স্যার, জনসাধারণের শোক প্রকাশ

প্রকাশের সময় : ০২:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
রাঙ্গামাটি লংগদু উপজেলাধীন বগাচত্বর উগলছড়ি মহাজন পাড়া উচ্চবিদ্যালয়ের সাবেক ইংরেজী শিক্ষক, বতর্মানে মহাজন পাড়া নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন(৩৮) শনিবার ২৯ ফেব্রুয়ারি ২০২০ইং সকাল ১১ টার সময় হার্ডএটাক করে মারা যান (ইন্নালিল্লাহি ওইন্নাইলাহির রাজিউন)।
তাঁন মৃত্যুতে বগাচত্বর ইউপিতে যেনো শোকের হাওয়া বয়ে চলছে। আকাশ বাতাশ নিরবতা পালন করছে মনে হচ্ছে। তিনি একজন ন্যায় নীতিবান সৎ আদর্শবান ব্যাক্তি ছিলেন। অত্র এলাকতে তাঁন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা আজ সকলে শোকে কাতর। হঠাৎ স্যারের মৃত্যু যেনো স্বপ্নের মত মেনে নিতে কষ্ঠ হচ্ছে সকলের।
স্যার বৈরাগী বাজার বগাচত্বর ইউপির স্থানীয় ব্যাক্তি ছিলেন। জানা যায় তাঁন একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে যারা এখনো কর্মমূখী হতে পারেনি কিশোর কিশোরী।
অনেকেই ফেসবুক,মেসেন্জার সহ নানা রকম ভাবে নিজেদের আবেগময় পোস্ট দিচ্ছেন।
বলছেন স্যারের আদেশ উপদেশের কথা,হয়তো রাস্তা ঘাঠে দেখা হলে স্যারের কন্ঠে আর কেউ ডাক শুনতে পারবেনা। হয়তো কেউ বলবেনা এভাবে চলোনা,  ভিবিন্ন রকম পোস্ট গুলো যেনো সকলকে কাদিঁয়ে যাচ্ছে।
তাঁন মৃত্যুর খবর শুনে সাথে সাথেই স্যারের বাড়িতে জমাট হতে থাকে ভিবিন্ন পেশার মানুষ। স্থানীয় নেতা কর্মীগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী সহ সাধারন মানুষ তাঁন মৃত্যুতে শোক প্রকাশ করেন।