০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব দেখা যাচ্ছে শরীয়তপুরে

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৮:১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • 400

আজ শনিবার (৯ নভেম্বর ) সকাল থেকেই ঘূর্ণিঝড় বুলবুলের প্রভবে ইলশেগুঁড় বৃষ্টি শুরু হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে যানা যায়, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খোলার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আবহাওয়াবিদেরা বলছেন, আজ শনিবার সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। উপকূলের আটটি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সাগরে বুলবুলের বেগ আরও বেশি। আজ সকাল সাড়ে নয়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

শনিবার সকাল থেকে শরীয়তপুর বাসীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। যদিও মহাবিপদ সংকেত শরীয়তপুরে দেখানো হয়নি, তবুও সকাল থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

শরীয়তপরের জেলা প্রশাসক কাজী আবু তাহের জনসাধারণকে আতঙ্ক না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে।

Tag :

বালিয়াকান্দি মোটরসাইকেল সহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ৩

You cannot copy content of this page

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব দেখা যাচ্ছে শরীয়তপুরে

প্রকাশের সময় : ০৮:১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯

আজ শনিবার (৯ নভেম্বর ) সকাল থেকেই ঘূর্ণিঝড় বুলবুলের প্রভবে ইলশেগুঁড় বৃষ্টি শুরু হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে যানা যায়, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খোলার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আবহাওয়াবিদেরা বলছেন, আজ শনিবার সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। উপকূলের আটটি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সাগরে বুলবুলের বেগ আরও বেশি। আজ সকাল সাড়ে নয়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

শনিবার সকাল থেকে শরীয়তপুর বাসীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। যদিও মহাবিপদ সংকেত শরীয়তপুরে দেখানো হয়নি, তবুও সকাল থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

শরীয়তপরের জেলা প্রশাসক কাজী আবু তাহের জনসাধারণকে আতঙ্ক না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে।