
মোঃ গোলামুর রহমান:
রাঙ্গামাটি লংগদু উপজেলার বগাচত্বর ইউপির গাউসপুর ২/৩নং ওয়ার্ডের মধ্যেবর্তী ব্রীজটির যান চলাচল বন্ধ ঘোষণা করলো প্রশাসন।
মঙ্গল বার ২১ (জুলাই) বগাচত্বর ইউপির ২এবং ৩নং ওয়ার্ডের ও পূর্ব পাড়ের তিনটি ইউপির সাধারণ মানুষের চলাচলের মূল সেতুটি ঝুঁকি পূর্ণ হওয়ায় যান চলাচল বন্ধ ঘোষণা করলেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ব্রীজটির পরিদর্শনে এসে এঘোষণা দেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল আবেদীন। তিনি বলেন আমরা কিছু দিনের মধ্যে কাঠের সেতু বা বাঁশের সাকু তৈরী করে দিবো,বর্তমানে সময় জরুরী কাজে মটর বাইক এপার ওপার করার জন্য ফেরী নৌকার ব্যবস্থা করে দিবো। যখন কাঠের সেতু তৈরী হয়ে যাবে তখন ব্রীজের উপর পায়ে হেটে চলাচল ও বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন আমরা দ্রুত এই সড়কের যাতায়ত ব্যবস্থার জন্য ব্রীজটি পুনরায় নির্মাণের জন্য কাজ করছি।
এসময় উপজেলা প্রশাসন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।