
রাঙ্গামাটি লংগদু উপজেলা গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা ২০১৯ সালে মাদ্রাসা বোর্ড থেকে রাঙ্গাসাটি জেলাতে জেডিসি পরীক্ষাতে শ্রেষ্ঠ বৃত্তি লাভ করেছে।
জেডিসিতে ২০১৯ সালে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে দুজন, এবং সাধারন বৃত্তি পেয়েছে দুজন,তাপর ২০১৯ সালের সমাপনি পরীক্ষায় আরো চারজন বৃত্তি লাভ করেছে।
এর আগে ২০১৮ সালে লংগদু উপজেলাতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ক্রেস্ট গ্রহন করেন মাদ্রাসার অধ্যক্ষ, এবং ২০১৯ সালে আবারো উপজেলা মাধ্যমিক অফিস থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ক্রেস্ট গ্রহণ করেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জনাব ফোরকান আহমদ সাহেব। এবং জেলাতেও তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মানিত হন।
পাহাড়ের কোনায় কোনায় কুরআনের শিক্ষার আলো ছড়াতে বায়তুশ শরফ সহ অন্যান্য প্রতিষ্ঠান গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন।
গাঁথাছড়া বায়তুশ শরফের অধ্যক্ষর সাথে বল্লে তিনি বলেন এতিম অসহায় ঝড়ে পড়া সকল মেধাবী ছাত্রদের জন্য আমাদের সেবা সমূহ। এই প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক ছাত্রাবাস রয়েছে। ছাত্রদেরকে ডিজিটাল পদ্ধতিতে মালটিমিডিয়া ক্লাস সহ অত্যাধুনিক সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।
পাহাড়ে দুর্গম এলাকা সহ দেশের ভিবিন্ন স্থানে বায়তুশ শরফের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মাধ্যমে মেধাবী ছাত্র -ছাত্রীরা তারা তাদের মেধা প্রকাশ করার সুযোগ পাচ্ছে। এসব বায়তুশ শরফ নামক প্রতিষ্ঠান গুলোতে এতিম অসহায় ছাত্রদের জন্য রয়েছে পড়া লেখার সুযোগ এবং কারীগরি শিক্ষা ব্যবস্থা।