
রাঙ্গগামাটি জেলার লংগদু উপজেলার দুর্গম এলাকায় রয়েছে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান।তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা। যার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম হযরত মাওলানা শাহ্ আব্দুল জব্বার( রাঃ)।
তিনি এই প্রতিষ্ঠানটি এতিম অসহায় ছেলে/মেয়েদের জন্য প্রতিষ্ঠিত করে গেছেন। সেই প্রতিষ্ঠানের ছোট ছোট কঁচি কাচা ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের সমাপনী পরীক্ষাকে সামনে রেখে তাদের জন্য দোয়া মুনাজাত করা হয় আজ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রসার সকল সম্মানিত শিক্ষক মহোদয় গন, ছাত্র/ছাত্রী ও সম্মানিত অভিবাক গন।
অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদেরকে শিক্ষাউপকরন করা হয় মাদ্রাসার পক্ষ থেকে। উপস্থিত শিক্ষকগন ছাত্রদের ভালো করে লেখা পড়া করার জন্য উপদেশ মূলক বক্তব্য রাখেন।
দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। দোয়া মুনাজাতত করেন গাঁথাছড়া বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জনাব মাওলানা মোঃ আমিনুর রশিদ সাহেব মহোদয়।