১২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

খাগড়াছড়ি – রাঙামাটি রোডে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ২০।

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • 357

 

রিকোর্স চাকমা, জেলা প্রতিনিধি (রাঙামাটি):

২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় খাগড়াছড়ি – রাঙামাটি রোডের নানিয়াচর, বেতছড়ি ফরেষ্ট অফিসের সামনে দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা রাঙামাটিগামী বাস (
চট্টমেট্টো- ব-০৫-০১৩৮) ও রাঙামাটি থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী বাস ( চট্টমেট্টো- জ-১১-০৭২৪) বাস দুটি বেতছড়ি সেগুন বাগান এলাকায় ফরেষ্ট অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে রাঙামাটিগামী বাসের ড্রাইভারসহ ২০ জন আহত হয়।

আহতদের সবাইকে মহালছড়ি স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

Tag :

বালিয়াকান্দি মোটরসাইকেল সহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ৩

You cannot copy content of this page

খাগড়াছড়ি – রাঙামাটি রোডে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ২০।

প্রকাশের সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০

 

রিকোর্স চাকমা, জেলা প্রতিনিধি (রাঙামাটি):

২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় খাগড়াছড়ি – রাঙামাটি রোডের নানিয়াচর, বেতছড়ি ফরেষ্ট অফিসের সামনে দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা রাঙামাটিগামী বাস (
চট্টমেট্টো- ব-০৫-০১৩৮) ও রাঙামাটি থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী বাস ( চট্টমেট্টো- জ-১১-০৭২৪) বাস দুটি বেতছড়ি সেগুন বাগান এলাকায় ফরেষ্ট অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে রাঙামাটিগামী বাসের ড্রাইভারসহ ২০ জন আহত হয়।

আহতদের সবাইকে মহালছড়ি স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।