
রিকোর্স চাকমা, জেলা প্রতিনিধি (রাঙামাটি):
২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় খাগড়াছড়ি – রাঙামাটি রোডের নানিয়াচর, বেতছড়ি ফরেষ্ট অফিসের সামনে দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা রাঙামাটিগামী বাস (
চট্টমেট্টো- ব-০৫-০১৩৮) ও রাঙামাটি থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী বাস ( চট্টমেট্টো- জ-১১-০৭২৪) বাস দুটি বেতছড়ি সেগুন বাগান এলাকায় ফরেষ্ট অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে রাঙামাটিগামী বাসের ড্রাইভারসহ ২০ জন আহত হয়।
আহতদের সবাইকে মহালছড়ি স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।