
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে র্যাব অভিযানে চালিয়ে দেশীয় তৈরী মদসহ ব্যবসায়ী নরেশ বিশ্বাস (৬২) কে গ্রেফতার করেছে । মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার খলিসাকুন্ডি পুরাতন কলেজ রোডস্থ নরেশ বিশ্বাসের মদের দোকান থেকে ১০০ লিটার দেশী তৈরী মদসহ র্যাব গ্রেফতার করে । র্যাব জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল জেলার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে অভিযান পরিচালনা করে । এ সময় খলিসাকুন্ডি পুরাতন কলেজ রোডস্থ নরেশ বিশ্বাসের মদের দোকান থেকে ১০০ লিটার দেশী তৈরী মদসহ খলিসাকুন্ডি গ্রামের মৃত নবকুমার বিশ্বাসের ছেলে মদ ব্যবসায়ী নরেশ বিশ্বাস কে আটক করে । এ সময় র্যাব নরেশ বিশ্বাসের নিকট হতে ১ টি মোবাইল, ২ টি সিম ও নগদ ৩,৭৩০/-টাকা উদ্ধার করে । এ ব্যাপারে দৌলতপুর একটি মামলা দায়ের করা হয়েছে ।