
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামে শোয়ার ঘর থেকে সোমবার সকালে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন ওই এলাকার স্বামী পরিত্যক্তা ও পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)
স্থানীয়দের বরাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, রোববার রাতে ছানোয়ারা ও তার ছেলেকে কে বা কারা শ্বাসরোধ করে হত্যার পর দুই কক্ষে লাশ ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করে।