
অপরাধ ডেস্ক : কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সজিনা বেগম(৪৫) নামে এক মহিলা শ্রমিক নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরতলীর দবির মোল্লা রেলগেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মহিলা শ্রমিক কুষ্টিয়া সদর উপজেলার রাহিনী ক্যানালপাড়া এলাকার আজাদ শেখের স্ত্রী। সে স্থানীয় একটি ডালমিলে শ্রমিক হিসেবে কাজ করতো। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া রেলওয়ে পুলিশের ইনচার্জ রাজিউর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাথা মেইল ট্রেনে কাটা পড়ে আজ সকাল সাড়ে ৮ টার দিকে সজিনা বেগম নামের ঐ মহিলা শ্রমিক নিহত হন।
রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেছে।