

কু্ষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে ০২(টি) প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন আল মদিনা দধি ভান্ডার এর মালিক মোঃ আলাউদ্দিন শেখ কে ময়লাযুক্ত পোকাযুক্ত নষ্ঠ মিষ্টি সংরক্ষণ এর দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অপর প্রতিষ্ঠান খয়ের চারা মধ্যপাড়া এলাকায় নিউ লালন সুপার আইসবার এর মালিক রহমতকে অবৈধ ভাবে আইসক্রিম তৈরি এবং নকল মোড়ক ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ও ৫০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। আজকের অভিযানে উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা, কুমারখালী উপজেলা স্যানিটারী ইনেসপেক্টর ও পুলিশ প্রশাসন। এই বিষয়ে কু্ষ্টিয়া কার্যালয়ের সহকারি পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে এই সকল অভিযান অভ্যাহত থাকবে ।