
লিপু খন্দকার : দীর্ঘ ৬ বছরেরও বেশী সময় মৌলানা মোঃ দেলোয়ার হোসাইন সেরকান্দি গ্রামে বাড়ি ভাড়া নিয়ে মহিলা মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম চালিয়ে আসছেন।
ইতিমধ্যে উল্লেখিত প্রতিষ্ঠান থেকে হাফেজা পাশ করে বের হয়েছে। যাকিনা কুমারখালী বাসীর জন্য অনেক গর্বের। প্রতিমাসে বাড়ি ভাড়ার টাকা এবং প্রায় ১২০ জন শিক্ষার্থীর খরচ যোগাতে প্রতিষ্ঠান প্রধানকে হিমসিম খেতে হয়। শেষ পর্যন্ত আলোচনা সাপেক্ষে তরুন মোড় সংলগ্ন স্থানে দানসুত্রে জমি পাওয়ার পর কুয়েতের চ্যারিটি ফান্ডের টাকায় এতিমখানার কাজ আরম্ভ করা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠান কমপ্লিট করতে আরো ৩০ লাখ টাকার প্রয়োজন। আল্লাহ পাকের ঘর তৈরীর জন্য সহ্রদয়, বিত্তবান, ধর্মভীরু, কোমলপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতা একান্ত প্রয়োজন। জান্নাতের বাগান পৃথিবীর উপর সৃষ্টি করতে এবং জান্নাত খরিদ করতে আসুন আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর্থিক সহায়তার জন্য রুপালী ব্যাংক, কুমারখালী শাখা, সঞ্চয়ী হিসাব নং- ১৯৪। মোবাইল – ০১৭১৪-৮৮৮৫৭৭।