
কুমারখালী উপজেলা পল্লীতে বেলঘড়িয়া গ্রামে শিলাইদহ ইউপি,তারেক চেয়ারম্যান ইট ভাঁটার গাড়ীতে,গত কাল ৩/১২/২০১৯ ইং তাং বেলা ২টার সময় গাড়ীর চাপায় শুভা খাতুন (৪) পিতা রিপন,গ্রাম সদরপুর, বর্তমান শুভা নানার বাড়ী বেলঘড়িয়া গ্রামে থাকত,তাকে পোষ্টমর্টম ছাড়া লাশ দাফন হয় কি করে?সচেতন মহলের দাবী,আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে লাশ দাফন।