
কুমারখালী প্রতিনিধি:
কুমারখালী উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুরাতন চড়াইখোল টু উওর ভবানীপুর দুই ধারের পাশ দিয়ে সরকারি গাছ কেটে উজাড় করে দিচ্ছে একটি সঙ্গ বদ্ধ দল। বন বিভাগ কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে সরকারি রাস্তার গাছ, হাজার- হাজার টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী করিম শেখ, পিতা- মনির উদ্দিন শেখ,লজি উদ্দিন, কামাল ফয় উদ্দিন,তায়জেল শেখ, আজিজুল হক ও তার ছেলেদের বিরুদ্ধে, অভিযুক্ত রা বলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনুমতিতে আমারা গাছ কেটে নিয়েছি । সবাই সাং – উওর ভবানীপুর। এলাকাবাসীরা জানান এদের বাড়ির সামনে থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে অনেক দিন ধরে ।তারা কাউকে তোয়াক্কা করে না। সরজমিনে গিয়ে দেখা যায় অভিনয় কায়দায় গাছ গুলো অর্ধেক অংশ কেটে খড়দিয়ে ঢেকে রাখা, অনেক গাছ করাতদিয়ে কাটা সেই গাছ মাটি দিয়ে ঢেকে রাখে ।সময় সু্যোগ বুঝে রাতের আঁধারে কেটে নেয়। একটু জোরে বাসাত আসতেই গাছ গুলো পড়ে যায়। সেই সময় গাছ গুলো ঝড়ে পড়েছে বুলে গাছ গুলো গায়েব করা হয়। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এম,এ মুহাইমিন আল জিহাদ। তিনি বলেন আমার কাছে লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়নি, তবে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়,গ্রামের প্রভাবশালীরা এই রাস্তার হাজার-হাজার টাকার মূল্যের গাছ কেটে কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে সরকারি সম্পদ লুটপাট করা হয়েছে। ওই রাস্তার গাছ কেটে নিলেও আরও প্রায় অর্ধশতাধিক গাছ কাটার পায়তারা করছেন। গাছগুলো নিজেদের জায়গায় রোপন করেছিলাম। তাই আমরা কেটে নিয়েছি। আপনাদের যা করার করেন। সরকারি গাছ কেটে উজাড়ের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।