
কুমারখালী উপজেলার নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট মৌসুমী আক্তারের ব্যাপক প্রচার-প্রচারণা।
কুমারখালী উপজেলার নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট মৌসুমী আক্তারের প্রচার-প্রচারণা
গতকাল রাত ৮ : ০০টায় ছেঁউড়িয়া মন্ডলপাড়ায় লাটিয়াল বাহিনীর অফিসে তার নিবার্চনের প্রচার-প্রচারণার ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন, কুমারখালী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব জাহিদ হোসেন, চাঁপড়া ইউনিয়নের ১নং ওয়াড়ের মেম্বার, নুরু মোহাম্মদ পুকারী, এ্যাডভোকেট আনিসুর রহমান লাল, সাবেক মেম্বার আমজাদ আলী, সহ আরো নেতার্কমীরা উপস্হিত ছিলেন।
কুমারখালী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ও আওয়ামীলীগের রাজনীতিবিদ, ও সমাজকর্মী। শিক্ষাজীবন থেকেই আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এ লেখাপড়া সময় ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি, লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর মাধ্যমে বিনামূল্যে আইন সহায়তা প্রদান করেন। নিজ এলাকার গরিব অসহায় মহিলাদের সালিস, ফ্রি আইন সেবা প্রদান করা সহ আরও অনেক সমাজসেবা মূলক কাজ করেন।
তিনি বলেন, আমাকে যদি আপনারা নিবার্চিত করেন, তাহলে আমার প্রথম কাজ হবে, কুমারখালী উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের সকল সুবিধা পূরন করবো বলে জানান।