
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুজিববর্ষ সহ সকল অনুষ্ঠান কর্মসূচি সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করার সরকারি নির্দেশনা অমান্য করে কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলন ও সভাপতি কামরুজ্জামান মান্নান মোল্লা প্রচুর শিক্ষার্থী,শিক্ষক ও লোক সমাগম নিয়ে গত ১৬/০৩/২০২০ ইং তারিখে বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সকালে শুরু করে মধ্যরাত অবদি চালান।
এবিষয়ে ফেসবুক, অনলাইন ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই ও ময়মনসিংহ জেলার মৎস্য গবেষণা কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর শেখ রাসেল সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেসবুকে সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি প্রদর্শণ অব্যহত রাখেন।সকল সাংবাদিকদের পক্ষ্যে সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য কুমারখালী থানায় একটি সাধারন ডায়েরী করেন কাঙাল হরিনাথ প্রেসক্লাবের(কেন্দ্রীয় কমিটি) সভাপতি কে এম আর শাহিন।
বৃহস্পতিবার রাতে সাধারন ডায়েরী দায়ের করেন তিনি।জিডি নং ৮৪৮।
এবিষয়ে সাংবাদিক কে এম আর শাহিন জানান,সাংবাদিকদরা জাতির বিবেক।বিশ্বব্যাপী যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বিরাজ করছে।মুজিব বর্ষের মত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেখানে সংক্ষিপ্ত করা হয়েছে।সেখানে বিদ্যালয়ের কর্তপক্ষ সরকারি নির্দেশ অমান্য করে মধ্যরাত পর্যন্ত গ্যালারী ভর্তি দর্শক নিয়ে অদ্ভুত নৃত্যু প্রদর্শন করেছেন যা সম্পূর্ণ আইন বিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ। এবিষয়টি সাংবাদিকরা পত্রিকার মাধ্যমে তুলে ধরলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই শেখ রাসেল সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেসবুকে সাংবাদিকদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদর্শণ অব্যহত রাখায় থানায় জিডি করা হয়েছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,ফেসবুকে সাংবাদিকদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে।জিডি নং ৮৪৮।