
শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের দাবি ও অধিকার প্রতিষ্ঠায় কুমারখালী যুবলীগ উপজেলা শাখা বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও শ্রমিকদের প্রতীকী লাল পতাকা হাতে বিশাল র্যালিটি কুমারখালী শহর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে ফুলের শ্রদ্ধা জানানো হয়। কুমারখালী পাবলিক লাইব্রেরী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি আব্দুল মান্নান খান সভাপতি উপজেলা আওয়ামীলীগ, সামসুজ্জামান অরুণ, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ। আরো উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান নিপুন, সাধারণ সম্পাদক কুমারখালী পৌর আওয়ামীলীগ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যকারি সভাপতি মনিরুল ইসলাম উপজেলা শ্রমিকলীগ, ইবাদত শেখ সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিকলীগ । মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে
আলোচনা সভা পরিচালনা করেন কাজী মনিরুজ্জামান হেলাল, সাংগঠনিক সম্পাদক উপজেলা শ্রমিকলীগ। এই সময় আলোচনা সভায় কুমারখালী উপজেলা বিভিন্ন শ্রমিকলীগ অঙ্গ সংগঠনের, অটো, নাসিমন, নির্মান শ্রমিক, প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সমিতি,ট্রেড ইউনিয়ন, সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।