
কুষ্টিয়ার কুমারখালীতে আজ ১২ই নভেম্বর ২০১৯ ইং তারিখে কুমারখালী পাবলিক লাইব্রেরি ( শহিদ গোলাম কিবরিয়া সুপার মার্কেট ) সংলগ্নে পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের পরিচালনা করেন কুমারখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব আক্তারুজ্জামান নিপুন, সভাপতিত্ব করেন,কুমারখালী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃআব্দুর রাজ্জাক খান, প্রধান অতিথিঃ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, বিশেষ অতিথিঃ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক জনাব মহঃ সাহাজ্জুল হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য মোমিজুর রহমান মমিজ,জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম মোস্তফা । উদ্বোধক, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান। প্রধান বক্তা, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জনাব মোঃ সামসুজ্জামান অরুন। সার্বিক সহযোগীতায় ছিলেন কুমারখালী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাকারিয়া খান জেমস।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব লাভ করেন মোঃ আব্দুর রাজ্জাক খান এবং সাধারন সম্পাদক জনাব মোঃ আক্তারুজ্জামান নিপুন (গুরু)। জনাব মোঃ আক্তারুজ্জামান নিপুন (গুরু) তার ভাষ্যে বলে, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান। ভয় কে জয় করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পিতার সপ্ন বাস্তবায়নের জন্য পিতার মতই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ।আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার কাছে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ ।