
বাংলার মাটিতে জঙ্গীবাদের ঠাই নাই, পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমারখালী থানা কুষ্টিয়া জেলার আয়োজনে পৌর বাস টার্মিনালে ২৩ ফেব্রুয়ারী শনিবার বিকালে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী জনসচেতনতামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া – ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোন মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারি ও মাদক সেবীর ঠাই নাই, মাদকের সাথে জড়িত ব্যক্তি যত শক্তিশালীই হোক না কেন তাকে নির্মূল করা হবে, সে যদি দলীয় ব্যক্তি হয়, তাহলে তাকে দল থেকে বহিস্কার হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুৃষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) বলেন, মাদকের সাথে যদি কোনো পুলিশ জড়িত থাকে, তাহলে তার পোশাক খুলে নেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান, আব্দুল মান্নান খান, কুৃষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (কুৃষ্টিয়া সার্কেল) নূরানী ফেরদৌস দিশা পিপিএম সেবা, কুমারখালী পৌরসভা মেয়র, সামছুজ্জামান অরুন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।