
কুমারখালীতে ইটভাটায় স্তুপীকৃত মাটি কাটার সময় মাটির স্তুপ ভেঙে চাপা পরে সজল (৩০) নামের এক শ্রমিক নিহত এবং রাশিদুল (২৭) ও খলিল (৩৫) নামের দুইজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলাধীন চাপড়া ইউনিয়নের ভাড়রা বাজার সংলগ্ন গড়াই -১ ব্রিকস্ এ।
উপস্থিত জনতা জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভাইরুল গ্রামের সজল সহ আরো ১০ জন শ্রমিক গাড়িতে করে মাটি এক স্তুপ থেকে অন্য স্তুপে স্থানান্তরের কাজ করছিল। কিন্তুু অসাবধনতার কারনে মাটির স্তুপের উপরের অংশ না কেটে নিচের অংশ কেটে দ্রুত গাড়ি ভরাট করতে গিয়ে মাটির স্তুপ ভেঙে পরে কর্মরত শ্রমিকদের উপর। এরপর ভাটার অন্যান্য শ্রমিক এসে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুমারখালীর চাপরা গ্রামের লুকমান হোসেনের পুত্র রাশিদুল, চাপড়ার কিয়েন আলীর পুত্র খলিল সহ তাদের তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সজল মারা যায়।
এ ব্যাপারে গড়াই ব্রিকস এর স্বত্বাধিকারী স্বাধীনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।