
কুষ্টিয়ার কুমারখালীতে বাটিকামারা রবিউল মোড়ে বাটিকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে বলে জানা গেছে। আজ ১২ ফেব্রুয়ারী বেলা ৩টার দিকে সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামের সোহেলের ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া সাহেদ (১১) কুমারখালী অভিমুখী আঁখ টানা ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে মারা যাবার ঘটনা ঘটেছে। অতিরিক্ত ভারবহনকারী বেপড়োয়া গতিতে চলা এই গাড়ি গুলোতে প্রায় প্রতিদিন কোন না কোন ছোট বড় দুর্ঘটনা ঘটে। একাধিক এলাকাবাসী জানায় অতিরিক্ত লোডের গাড়ি প্রায়ই কারেন্টের তার ছিঁড়ে ফেলে এবং ইতিমধ্যে কয়েকজন কারেন্টে শক লেগে আহত হয়েছে। ড্রাইভারকে ওভারলোড দিতে নিষেধ করলে তারা কোন কথা শুনেনা এবং যে কারনে আজ এতোবড় মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তারা জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায় সাহেদ রবিউল মোড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এসময় আঁখ নিয়ে কুমারখালী অভিমুখী যাবার সময় সে ট্রাকটরের পিছনের চাকার নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে এবং সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে জানায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে পুত্র হারিয়ে সোহেল ও তার স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েছে। আর যেন কোন মায়ের বুক খালি না হয় এবং বেপরোয়া গতিতে ও অতিরিক্ত লোড দিয়ে গাড়ি চালানো না হয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।