
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩ তম আসরে প্রথম স্বর্ণ পেল বাংলাদেশ।
সোমবার (২ডিসেম্বর) এসএ গেমসের দ্বিতীয় দিন সকালে তায়কোয়ান্দোতে স্বর্ণ পদক জেতেন দীপু চাকমা।
এর কয়েক ঘন্টার আগেই হোমায়রা আক্তার অন্তরা ও হাসান খান সান করাতে’তে দুটি ব্রোঞ্জ পদক লাভ করেন।
তায়কোয়ান্দোর ছেলেদের একক পুমসায় উর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন বাংলাদেশের রাঙামাটির দিপু চাকমা।