
লংগদু উপজেলার একটি জনপ্রিয় সংগঠন হচ্ছে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেসন। সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন।
এই ফাউন্ডেসনের উদ্যোগে আসছে আগামী ২৫ নভেম্বর ২০১৯ রোজ সোম বার সকাল ৮ থেকে দুপুর ২.০০টা পর্যন্ত উপজেলার সাধারন মানুষকে ফ্রি চিকিৎসা প্রধান করিবে বলে জানিয়েছেন ফাউন্ডেসন কর্তৃপক্ষ।
উক্ত সেবা কার্য্যক্রম শুভ উদ্ভোধন করিবেন মাইনী জোন কমান্ডার জনাব লে কর্নেল মিরাজ হায়দার চৌধুরী মহোদয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হযরত মাওলানা এনায়েত হোসেন প্রধান উপদেষ্টা ইসলাহুল উম্মাহ ফাউন্ডেসন।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রবীর কুমার রায় ও জনাব অরবিন্দ চাকমা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
সেবা গ্রহন করতে অবশ্যই ফরম পূরন করতে হবে। ফরম নিতে যোগাযোগ করতে হবে
ইসলামপুর ০১৬৩৭০৮৪১৬১ রহমতপুর ০১৬৩৯২১৯৯৯৫ মাইনী০১৮৯১৫৫৮৭৫০
স্থান আয়িশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা মিলায়তন। কালাপাকুজ্জা ইসলামপুর লংগদু উপজেলা। তথ্য দিয়েছেন আয়িশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার কর্তৃপক্ষ জনাব হযরত মাওলানা হাবীবুর রহমান সাহবে।