
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে (৩জানুয়ারী ২০ইং) শুক্রবার, সকাল ১০ টায় জেলা আইএবি মিলনায়তনে জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসাইন’র সঞ্চালনায়ে জেলা সম্মেলন’ ২০২০ অনুষ্ঠিত হয়।
উক্ত জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর জয়েন্ট সেক্রেটারী জেনারেল এ.কে.এম.আব্দুজ্জাহের আরেফী

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখ ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ সংগ্রাম। কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে কেউই তার দিকে লক্ষ্য রাখেনি। যার ফলে দেশের মানুষ এখন পর্যন্ত স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। এখন পর্যন্ত আমাদের মাঝে কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে তা নিয়ে রীতিমতো লড়াই চলে। দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই আজ আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে যার মাধ্যমে স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে, এদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ্ব জসিম উদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সেক্রেটারী মাওঃ নুর হোসেন, ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মদ ইসমাঈল হোসেন,সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী একে এম আব্দুজ্জাহের আরেফী বিগত ২০১৯ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনের জন্য উর্ধ্বতন ৩ জনের নতুন কমিটি ঘোষনা করেন। এতে সভাপতি হিসেবে মুহাম্মদ ওমর ফারুক, সহ-সভাপতি মুহাম্মদ ইমাম হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ হোসাইন মল্লিককে মনোনীত করেন।