
কুষ্টিয়ার ইবি থানার ওসি রতন শেখের নির্দেশে এস আই মোঃ আরিফুল ইসলাম এবং এস আই বাবুল হোসেনর নেতৃত্বে পৃথক অভিযানে তিনজন কে মাদক সহ এবং অপর একজনক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয় ।
মাদক সহ গ্রেফতারকৃতরা হলেনঃ
(১) মোঃ রাজু আহমেদ/রাজু ড্রাইভার -২৮ পিতাঃ মৃত লোকমান হোসেন সাং-বিত্তিপাড়া, থানা-ইবি, জেলা কুষ্টিয়া । মামলা নং-১৫ তাং-১৮-০২-২০১৯ ।
(২) মোঃ মিজানুর রহমান -১৯ পিতাঃ মোঃ রেজাউল ইসলাম সাং-মধুপুর (৩) মোঃ খাইরুল ইসলাম-২৬ পিতাঃ মোঃ আক্তার হোসেন সাং উজানগ্রাম থানা-ইবি, জেলা কুষ্টিয়া ।মামলা নং-১৬ তাং-১৮-০২-২০১৯ ।
এছাড়াও ইবি থানার সি আর ৮২/১৭ মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইকলাছ আলী পিতাঃ মোঃ রিয়াজুল সাং-পশ্চিম আব্দালপুর থানা-ইবি, জেলা কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয় ।