
আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে সন্ত্রাসী হানিফ ও দলের লোক জনের হামলায় গুরুতর আহত হয়েছে অন্তত ১৫ জন। দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
শুক্রবার সকাল ৮ টার দিকে নিজ জলাশয়ে মাছ ধরতে যান আব্বাস উদ্দিন সহ ১৫-২০ জনের একটি দল। এসময় তাদের উপর পরিকল্পিতভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র, ছুড়ি, রাম দা,,চাপাতি, শাবল নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। তখন সন্ত্রাসীরা আব্বাস উদ্দিন, আফাজ উদ্দিন, ডা.সোহেল রানা ও এক সেনাসদস্য আসলাম উদ্দিনসহ ১৫ জনকে এলোপাথাড়িভাবে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। রাম দা ও চাপাতির কুপে হাতের ৮ টি আঙুল পড়ে যাওয়াসহ মারাত্মকভাবে আহত হন জনাব আব্বাস উদ্দিন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের সাহারা মর্ডান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ হামলার নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য হানিফ মিয়া ও তার দুইভাই আলাউদ্দিন এবং নুরুদ্দিন।
উল্লেখ্য সাবেক ইউপি সদস্য হানিফ তার লোকজন নিয়ে দীর্ঘদিন যাবত বলপূর্বকভাবে পুকুরটি দখল করে রেখিছিল।
আহত সোহেল রানা বলেন, আমাদের এ পুকুরটি তারা জোড়পূর্বক দখল করে রেখেছিল। আমরা সকালে মাছ ধরতে গেলে আমাদের নিশ্চিহ্ন করে দেয়ার উদ্দেশ্যে তারা পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করে।
আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছিল স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে দুই হামলাকারীকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, আব্দুল কুদ্দুস (৪৫) ও তার ছোট ছেলে সোহেল (১৮)। তারা উভয়েই উনাইল গ্রামের স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। এঘটনায় হামলার মূলহোতা সহ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।