
সোমবার রাতে আশুলিয়ার মোল্লাপাড়া এলাকায় এক কিশোরীকে (১৬) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ৬ ধর্ষককে আটক করে।
আটককৃতরা হলো- আশুলিয়া থানার তৈয়বপুর এলাকার মৃত হাফিজ উদ্দিন মোল্লার ছেলে আজিম উদ্দিন মোল্লা (৫০),কামরাঙ্গীরচর থানার রনি গেইট এলাকার রফিকুল ইসলামের ছেলে আকবর হোসেন (২৩), একই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে শান্তু (২১), একই থানার আক্কেল আলীর গলির জাহাঙ্গীর গাজীর ছেলে মো: নাহিদ (২১), রসুলপুর এলাকার রহিম মিয়ার ছেলে মো: ইমরান (২০),চাদপুর জেলার মতলব থানার আছলছিলা গ্রামের মো: সোহেল মিয়ার ছেলে রবিন ওরফে সানি (২২)।
পুলিশ জানায়, “ভুক্তভোগী কিশোরীর চাচাতো বোন মালার সাথে ফেসবুকে মাধ্যমে রবিনের পরিচয় হয়।কিছুদিন পূর্বে রবিনের মাধ্যমে চাকরীর খোঁজে আশুলিয়ায় আসে ভুক্তভোগী কিশোরী এবং তৈয়বপুর মোল্লাপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাসা শুরু করে।
সোমবার রাতে রবিনের বাসায় কয়েকজন লোক বেড়াতে আসে এবং কৌশলে কিশোরীকে বাহিরে নিয়ে বাড়ির মালিক আজিম উদ্দিন মোল্লার সহায়তায় কিশোরীকে গণধর্ষণ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত কিশোরীকে উদ্ধার করা হয়”।
পুলিশ আরো জানায়,”ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তদেরকে ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।গণধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে”।