বিনোদন ডেস্কঃ- করণ জোহর ও আলিয়া ভাটঘটনাটি ১৯৪০ সালের। তবে এর সঙ্গে রয়েছে ২০১৮ সালের গ্ল্যামার। ছবির নাম ‘কলঙ্ক’। পরিচালক অভিষেক বর্মণ। অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, কুনাল খেমু প্রমুখ। ছবির অন্যতম প্রযোজক করণ জোহর বললেন, ‘আমার জন্য “কলঙ্ক” একটি ইমোশনাল জার্নি। ১৫ বছর আগে এই ছবির ভাবনা আমার মাথায় আসে। আমার বাবার তত্ত্বাবধানে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল। সেই ছবির দায়িত্ব অভিষেকের মতো একজন বিচক্ষণ পরিচালকের হাতে তুলে দিতে পেরে আমি খুশি। শিবানী ভাতিজার লেখা অসাধারণ গল্প নিয়ে দারুণ চিত্রনাট্য লিখেছেন অভিষেক।’
‘কলঙ্ক’ ছবির পোস্টার‘কলঙ্ক’ ছবিতে আলিয়া ভাটকে নাচের প্রশিক্ষণ দিয়েছেন মাধুরী দীক্ষিত। প্রায় এক মাস মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচের মহড়া করেছেন আলিয়া ভাট। এর আগে আলিয়া ভাট জানান, ‘কলঙ্ক’ ছবির সেটে মাধুরী দীক্ষিতকে কাছ থেকে দেখে তিনি নাকি পাথর হয়ে গিয়েছিলেন। বললেন, ‘দুই দিন শুটিং করার পর আড়ষ্টতা একটু কেটেছে। কোনো দিন ভাবিনি, আমরা একসঙ্গে ক্যামেরার সামনে কাজ করব। মাধুরী এখনো এত সুন্দরী যে চোখ ফেরানো যায় না।’
‘কলঙ্ক’ ছবির সঙ্গে মিশে আছে করণ জোহরের আবেগ আর অনুভূতি। এবার সঞ্চালক নেহা ধুপিয়ার জনপ্রিয় শো ‘নো ফিল্টার নেহা’র একটি পর্বে অতিথি হয়ে আসেন করণ জোহর। নিজের নতুন ছবি ‘কলঙ্ক’ নিয়ে জানতে চাওয়া হয় তাঁর কাছে। এই ছবির কোনো কিছুই সামনে আসতে দেওয়া হয়নি। এ ক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। তাই এই ছবিকে ঘিরে অনেকেরই আগ্রহ তৈরি হয়েছে।নাচের মহড়ার মাঝে আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত ও বরুণ ধাওয়ান২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে বলিউডকে তিনজন তারকা উপহার দিয়েছিলেন করণ জোহর—আলিয়া ভাট, বরুণ ধাওয়ান আর সিদ্ধার্থ মালহোত্রা। ‘কলঙ্ক’ ছবি নিয়ে করণ জোহর বললেন, ‘এই ছবিতে আলিয়ার কাজ দেখে আমি মুগ্ধ।’ এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে যান। তাঁর চোখ ভিজে যায়। আরও বললেন, ‘ওর জন্য আমার আলাদা ইমোশন রয়েছে। ছবিতে ওর একটা দৃশ্য দেখার পর কাঁদতে শুরু করি। তখন আমার ভেতরে-ভেতরে কী হচ্ছিল, তা বলে বোঝাতে পারব না। সাধারণত এতটা ইমোশনাল কখনো হইনি। শুধু কান্না পাচ্ছিল। আমি ওকে ফোন করে বলেছি, দারুণ কাজ করেছ।’
মাধুরী দীক্ষিতের বাসায় নাচের মহড়ায় আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানএদিকে বার্তা সংস্থা আইএএনএসকে করণ জোহর বলেছেন, ‘আমি সবটা বলব না। কিন্তু এই ছবিতে আলিয়ার কাজ অনবদ্য। আলিয়াকে দেখলে মনে হয় যেন নিজের মেয়েকে দেখছি অভিনয় করছে।’
আগেই বলা হয়েছে, করণ জোহরের হাত ধরে বলিউডে এসেছেন আলিয়া ভাট। প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে তিনি মাত করেছেন। সেই থেকে শুরু। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন আলিয়া। কিন্তু আলিয়া সব সময় করণকে ‘মেন্টর’ মনে করেন। সম্প্রতি করণ জোহরের জন্মদিনে আলিয়া ভাট তাঁকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, করণ জোহর তাঁর শিক্ষক, বাবা এবং বন্ধু।প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৯ এপ্রিল।