১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

আমিরাতের শ্রমবাজার খুলে দেওয়ার ইঙ্গিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৯:০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • 188

সংযুক্ত আরব আমিরাতে ফের বাংলাদেশি শ্রমিক নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। দুবাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান এ ইঙ্গিত দিয়েছেন। গতকাল রোববার সকালে দুবাই এয়ার শোতে অংশগ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন যুবরাজ।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না বলে জানান। জবাবে আবুধাবির যুবরাজ বলেছেন, ‘পরবর্তী সাক্ষাতে আপনাকে এ বিষয়ে আর বলতে হবে না।’ তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেওয়ারও ইঙ্গিত দেন। ২০১২ সাল থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে আমিরাতের শ্রমবাজার। খবর বাসস ও বিডিনিউজের।

বৈঠকে বাংলাদেশ থেকে চাল আমদানির সুযোগ রয়েছে বলে যুবরাজকে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ উদ্বৃত্ত চাল উৎপাদনকারী দেশ। আপনারা চাল আমদানি করেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের দেশের চাল আমদানি করতে পারেন। জবাবে শেখ নাহিয়ান বাংলাদেশ থেকে চাল আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেছেন, শিগগির আবুধাবি থেকে বাংলাদেশে একটি প্রতিনিধি দল যাবে। তারা বাংলাদেশের চাল দেখবেন। এরপর আবুধাবির  চাহিদা অনুযায়ী আমদানি করবে। সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

দুবাই এয়ার শোতে প্রধানমন্ত্রী :গতকাল বিশ্বের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ উড়োজাহাজ প্রদর্শনী ‘দুবাই এয়ার শো’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাই ওয়ার্ল্ড সেন্টারে প্রদর্শনী উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উড়োজাহাজ উড্ডয়ন প্রদর্শনী উপভোগ করবেন। ১৭ থেকে ২১ নভেম্বর দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এ উড়োজাহাজ মেলায় অংশ নিতে বিভিন্ন দেশের ৮৭ হাজার অংশগ্রহণকারী ও এক হাজার ৩০০ প্রদর্শক সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া এতে বাংলাদেশসহ ১৬০টি দেশের ১৬৫টি বিমান অংশ নিচ্ছে।

গতকাল সন্ধ্যায় আবুধাবির হোটেল সাংগ্রিলায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরানের নৈশভোজে অংশ নেন শেখ হাসিনা। দুবাই এয়ার শোসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে চার দিনের সরকারি সফরে শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এ দেশটি সফর করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দুবাই সফরে তিনটি সমঝোতা স্মারক সই হবে। প্রধানমন্ত্রী সোমবার আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে নির্বাচন কমিশনের অনুষ্ঠান উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারওম্যান শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের বড় বিনিয়োগকারী গ্রুপ ও ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। ১৯ নভেম্বর রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

Tag :

বালিয়াকান্দি মোটরসাইকেল সহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ৩

You cannot copy content of this page

আমিরাতের শ্রমবাজার খুলে দেওয়ার ইঙ্গিত

প্রকাশের সময় : ০৯:০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে ফের বাংলাদেশি শ্রমিক নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। দুবাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান এ ইঙ্গিত দিয়েছেন। গতকাল রোববার সকালে দুবাই এয়ার শোতে অংশগ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন যুবরাজ।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না বলে জানান। জবাবে আবুধাবির যুবরাজ বলেছেন, ‘পরবর্তী সাক্ষাতে আপনাকে এ বিষয়ে আর বলতে হবে না।’ তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেওয়ারও ইঙ্গিত দেন। ২০১২ সাল থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে আমিরাতের শ্রমবাজার। খবর বাসস ও বিডিনিউজের।

বৈঠকে বাংলাদেশ থেকে চাল আমদানির সুযোগ রয়েছে বলে যুবরাজকে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ উদ্বৃত্ত চাল উৎপাদনকারী দেশ। আপনারা চাল আমদানি করেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের দেশের চাল আমদানি করতে পারেন। জবাবে শেখ নাহিয়ান বাংলাদেশ থেকে চাল আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেছেন, শিগগির আবুধাবি থেকে বাংলাদেশে একটি প্রতিনিধি দল যাবে। তারা বাংলাদেশের চাল দেখবেন। এরপর আবুধাবির  চাহিদা অনুযায়ী আমদানি করবে। সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

দুবাই এয়ার শোতে প্রধানমন্ত্রী :গতকাল বিশ্বের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ উড়োজাহাজ প্রদর্শনী ‘দুবাই এয়ার শো’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাই ওয়ার্ল্ড সেন্টারে প্রদর্শনী উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উড়োজাহাজ উড্ডয়ন প্রদর্শনী উপভোগ করবেন। ১৭ থেকে ২১ নভেম্বর দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এ উড়োজাহাজ মেলায় অংশ নিতে বিভিন্ন দেশের ৮৭ হাজার অংশগ্রহণকারী ও এক হাজার ৩০০ প্রদর্শক সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া এতে বাংলাদেশসহ ১৬০টি দেশের ১৬৫টি বিমান অংশ নিচ্ছে।

গতকাল সন্ধ্যায় আবুধাবির হোটেল সাংগ্রিলায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরানের নৈশভোজে অংশ নেন শেখ হাসিনা। দুবাই এয়ার শোসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে চার দিনের সরকারি সফরে শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এ দেশটি সফর করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দুবাই সফরে তিনটি সমঝোতা স্মারক সই হবে। প্রধানমন্ত্রী সোমবার আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে নির্বাচন কমিশনের অনুষ্ঠান উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারওম্যান শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের বড় বিনিয়োগকারী গ্রুপ ও ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। ১৯ নভেম্বর রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী