
জাতি যখন রাতে ঘুমে বিভর হয়ে স্বপ্ন দেখে,তখন একজন নারী রাতকে দিন ভেবে নিশি জেগে স্বপ্ন দেখেন জাতির পাহাড়াদার হিসেবে।
একবুক স্বপ্ন ও আশা নিয়ে ছুটে চলেছেন তিনি।দেশী-বিদেশী সমস্ত অপশক্তিকে রুখে দিয়ে চলেছেন একটি সমৃদ্ধশালী ও উন্নয়শীল বাংলাদেশ গড়ে মেধাবি জাতি গঠনের প্রত্যয়ে।
আর কেনই বা দেশ ও জাতির জন্য এতকিছু করবেন না,কারণ তিনি যে বঙ্গবন্ধু কন্যা,তিনি যে বাঙ্গালী জাতির আস্থার প্রতিক,সবাই যে তার দিকেই তাকিয়ে,
বলছি আগকের দিনের গর্বে নাম মমতাময়ী নেত্রী শেখ হাসিনার কথা,তার প্রজ্ঞাদিপ্ত রাজনীতি ও বলিষ্ঠ নেত্রীতে আজ বাংলাদেশ একটি উন্নয়শীল,ডিজিটাল ও সৃজনশীল বাংলাদেশ হিসেবে সারা পৃথিবী জুড়ে পরিচিত।
আসুন সবাইমিলে তাকে বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নয়নশীল বাংলাদেশ গড়ার কাজে সাহায্য করি,নৌকাকে বিজয় করি,নৌকার বিজয়ের বাংলাদেশকে আরো নতুনভাবে সাজিয়ে তুলি।
ধন্যবাদ সবাইকেঃ
মোঃ রাসেল হোসেন
সাবেক সাধারণ-সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ কুমারখালী উপজেলা শাখা।।