
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার নির্জন পাঁহাড়ী এলাকা হচ্ছে বগাচত্তর ইউপির শিবার আগা নামক স্থানটি। যেখানে রয়েছে নানা রকম ভয় ভীতি। এক দিকে বন্যহাতি অন্য দিকে নেশাখোরদের অত্যাচার।
একের পর এক সাধারন মানুষকে অত্যাচর করেই চলেছে কিছু অসাধু লোক। পাশে পাঁহাড়ীদের বসতবাড়ী থাকার কারনে এই অত্যাচার কোন ক্রমই থামছেনা। পাহাড়ীদের থেকে মদ ক্রয় করে পান করে নেশাগ্রস্ত হয়ে ভিবিন্ন অন্যায় কাজে লিপ্ত হয় অন্যায় কারীরা।
গত ১৫ নভেম্বর রাতে শিবার আগা কবির হোসেন খোকা ওনারা তাদের ছোট্ট দোকানে ঘুমের ঘরে ছিলো ঠিক রাত ১২.০০ দিকে কে বা কাহারা দোকানের চালে মাটির ছাঁক ছুড়ে মারতে থাকে।এতে তারা ভয় পেয়ে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন বের হয়ে আসে।
কিন্তু কাউকে দেখতে পায়নি প্রতিবেশীরা। অন্যায় কারীরা অতি দূর্ত পালিয়ে যায়। কিছুটা সামনে গিয়ে শিবার আগা দোকান দার তাজুল ইসলাম ওনার বাগানের জালের বেড়া চিরে অন্যত্রে নিয়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। এসব অন্যায় কারীদের হাত থেকে বাচঁতে শিবার আগা সাধারন মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
তারা বলছে এইসমস্যা গুলো দিন দিন বেড়ে চলেছে।অন্যায়কারীদের খুজে আইনের আওতায় রেখে কঠিন শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।